ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি স্বাধীনতা উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিএনপির নেতাকর্মী/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি ও এরঅঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মিছিলটি নয়াপল্টন থেকে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ গিয়ে শেষ হবে।

আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করবেন।

তিনি আরও বলেন, এ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এদেশের মানুষ শান্তি চায়, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এ সংগ্রাম অব্যাহত থাকবে। খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।  

র‌্যালিতে উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএইচ/এএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।