ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একদলীয় শাসন কায়েম করাই সরকারের একমাত্র উদ্দেশ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
একদলীয় শাসন কায়েম করাই সরকারের একমাত্র উদ্দেশ্য সমাবেশে বিএনপির নেতাকর্মীরা-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রীকে আজ অবৈধ অগণতান্ত্রিক সরকার কারাগারে বন্দি করে রেখেছে। একদলীয় শাসন কায়েম করাই আওয়ামী লীগ সরকারের একমাত্র উদ্দেশ্য।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের শপথ নিতে হবে।

নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। সবার ভোটাধিকার আদায় করতে হবে। জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের শোভাযাত্রা করবো। এর মাধ্যমে প্রমাণ করবো দেশের মানুষ মুক্তি চায়, তারা খালেদা জিয়ার মুক্তি চায়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।

মির্জা আব্বাস বলেন, দেশ স্বাধীন হলেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। তাই আমি আহ্বান জানাতে চাই বাংলার মানুষ তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। সেই সুযোগ যেন সবাইকে দেওয়া হয়।

নজরুল ইসলাম খান বলেন, আজ যারা ক্ষমতায় আছে তারা স্বাধীনতার পর দেশে একদলীয় শাসন কায়েম করেছে। আজ আবারও তারা দেশে একদলীয় শাসন কায়েম করেছে। যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।

তিনি বলেন, আজ স্বাধীনতা দিবস আমাদের নতুন করে প্রেরণা যোগাচ্ছে। আমরা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে আবারও রাষ্ট্র পরিচালনা করবো।

নজরুল ইসলাম বলেন, আমাদের ঐক্য অটুট আছে। যারা আমাদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

র‌্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুইয়া, হাবিবুর রহমান হাবিব,  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, মহানগর বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিত আনজুসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএইচ/এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।