তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি দিয়েছে। যেখানে জাতিসংঘ উন্নয়নশীল রাষ্ট্র ঘোষণা করে সেখানে দেশের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না।
মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা হিংসা পরিহার করে শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচিকে সহযোগিতা করুন। না হলে জনগণের মন থেকে চিরতরে হারিয়ে যাবেন।
তিনি বলেন, শিক্ষকদের ন্যায়সঙ্গত সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জনশীল গোপাল এমপি, দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুর, পুলিশ সুপার মো. হামিদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১৩ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/