শুক্রবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘ন্যায় বিচার, গণতন্ত্র এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় মওদুদ বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সরকারি খরচে ঠাকুরগাঁওয়ের জনসভায় নৌকায় ভোট চেয়েছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন।
সব দলকে জনসভার সুযোগ দেয়া হলেও বিএনপিকে অনুমতি দেয়া হয় না এমন অভিযোগ করে মওদুদ বলেন, আমরা তিনবার জনসভা করতে চেয়েছি, অনুমতি দেয়া হয়নি। এজন্যই বিদেশি সংস্থা এই সরকারকে স্বৈরাচারী সরকার বলেছে। তারা বাংলাদেশকে উগান্ডা, নিকারাগুয়ার সঙ্গে তুলনা করেছে।
সুষ্ঠু নির্বাচন হলে পরাজয় অবধারিত জেনেই সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে এদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। যদি তাকে আটক রেখে নির্বাচনের নীল নকশা করে থাকেন তাহলে ভুল করবেন।
তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে খালেদা জিয়ার মুক্তি আমাদের ১ নম্বর এজেন্ডা, দুই নম্বর হলো নির্বাচনের জন্য প্রস্তুতি আর তিন নম্বর হলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আন্দোলন সৃষ্টি করা। এজন্য রাস্তায় নামা ছাড়া কোনো বিকল্প নেই।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গণস্বাস্থ্য'র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ইসা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এমএইচ/এসএইচ