ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিরপেক্ষ ভোট হলে আ’লীগ ২০টির বেশি আসন পাবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
নিরপেক্ষ ভোট হলে আ’লীগ ২০টির বেশি আসন পাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আওয়ামী লীগ যতোই লাফালাফি করুক, নিরপেক্ষ ভোট হলে সারাদেশে ২০টির বেশি আসন পাবে না। আর যদি চুরি করে ১৪ সালের মতো ক্ষমতায় যায়, তাহলে ৫ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না।’

শনিবার (৩১ মার্চ) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়া চুরি করে নাই।

রাজনৈতিক কারণে তিনি বাইরে থাকলে সরকারের অসুবিধা, তাই তাকে জেলে রাখা হয়েছে।

তিনি বলেন, আমি যদি হাকিম হতাম তাকে যে মুহূর্তে জেলে নেওয়া হয়েছে সে মুহূর্তে ডিভিশন দিতাম। তিনি জিয়াউর রহমানের স্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কেন ডিভিশন পাবেন না? তার জন্য কেন ডিভিশন চাইতে হবে? তিনি যতোদিন বেঁচে থাকবেন, জেলে থাকলে ডিভিশন পাবেন বাইরে থাকলে সম্মান পাবেন।

বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবীবুন্নবী সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।