রোববার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পিন্টু পাকশি ইউনিয়নের চর-রূপপুর গ্রামের আজাদ মাল এর ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ২০১৫ সালের ১ জুন একই দলের ছাত্রলীগকর্মী টুনটুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাঁধের নিচ থেকে বাম হাত কেটে বিছিন্ন করা হয়। তারই জের ধরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিপক্ষরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। এসময় পিন্টুর শরীরে তিনটি গুলি লাগে। পরে রামদা ও চাপাতি দিয়ে কোপানো হয়।
স্থানীয়রা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিলে অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী পাঠানো হয়।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এএ