সোমবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
খসরু বলেন, স্বাধীনতার পর এমন পরিস্থিতিতে দেশ আসবে এমনটা জনগণ চিন্তাও করেনি।
তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চলছে একইভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে। আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন দুর্নীতি হচ্ছে তখন আর দুই-পাঁচ লাখ টাকার দুর্নীতি হয় না। এখন শুনবেন ১০০ কোটি, পাঁচশ কোটি, হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে। আর এই টাকা দেশে রাখার সুযোগ নেই। এই টাকা যাচ্ছে সুইস ব্যাংকে এবং তার প্রবৃদ্ধিও হচ্ছে। এর কোনো বিচার হবে না।
বাংলাদেশ ব্যাংক থেকে তারা টাকা নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, দেড় বছর পার হয়ে গেলেও কোনো প্রতিবেদন তারা দিচ্ছে না। তদন্ত রিপোর্ট তারা দিচ্ছে না। এর বিচার হবে না। কারণ এসব হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। বিচার এখন হবে না, বিচার হবে সময়মতো। লুটপাটের টাকা নিয়ে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হচ্ছে তা পূরণ করতে ঋণ নিচ্ছে। আগামী প্রজন্মের উপর চাপবে এই বোঝা।
সরকার দেশকে অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে জানিয়ে আমির খসরু বলেন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে মুক্তির জন্য, দেশের অর্থনৈতিক মুক্তির জন্য দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্রের পক্ষে লড়াই করতেই আজ খালেদা জিয়া জেলে। খালেদা জিয়াকে জেলে রাখার মানে হলো বাংলাদেশের মানুষকে নির্বাচনের বাইরে রাখা বলেও মন্তব্য করেন তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ প্রস্তুত হয়ে আছে জবাব দেওয়ার জন্য। আপনারা লিফলেটগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন। জনগণ সময়মতো জবাব দেবে।
বাংলাদেশ প্রজন্ম ৭১ এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী সদস্য আবু নাসের রহমত উল্লাহ, রফিক শিকদার, নিপুন রায় চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এএম/আরআর