মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা/ছবি: বাংলানিউজ
ঢাকা: মামলা ভয় পাই না। ভয় পাই শুধু খালেদাকে নিয়ে। গণতন্ত্র প্রকৃতরূপে ফিরিয়ে আনতে তাকে বড় প্রয়োজন। আন্দোলন ছাড়া গণতন্ত্র উদ্ধার কঠিন হবে।
মঙ্গলবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক একথা বলেন।
ফারুক বলেন, আওয়ামী লীগ নিম্নস্তরে আছে।
তারা লুটপাট, বিদেশে টাকা পাচার নিয়ে ব্যস্ত। যে দল এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তাদের হাত থেকে দেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনা আন্দোলন ছাড়া কঠিন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক ঢাকা মহানগর সেক্রেটারি আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসএ/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।