ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন পথসভায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব/ ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা লুটেরা শ্রেণির কাছে জিম্মি হয়ে পড়ছে। এ লুটেরা শ্রেণিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে সরকার আর বেশি দিন দেশ পরিচালনা করতে পারবে না। এ অগণতান্ত্রিক-গণবিচ্ছিন্ন সরকারকে বিদায় করার সঙ্গে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থারও বিদায় করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর চরবসু বাজারে উপজেলা জেএসডি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুর রব বলেন, সরকারের রাজনৈতিক প্রশ্রয়ে ব্যাংকগুলো বিপর্যয়ের মুখে পড়ছে।

দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়ে যাচ্ছে।  

তিনি বলেন, যেসব ব্যাংক দুর্নীতির কারণে দেউলিয়ার পথে সে ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং সেসব ব্যাংকগুলোকে সরকার নতুন করে টাকার প্রনোদনা ঘোষণা করে দুর্নীতিকে আরও উৎসাহিত করছে। এ ধরণের অনিয়ম ও লুটপাটের কারণে অর্থনৈতিক খাত বড় ধরণের ঝুঁকিতে পড়বে।  

চর কাদিরা ইউনিয়ন জেএসডি সভাপতি আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেএসডি’র কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব, জেএসডি নেতা গিয়াস উদ্দিন, লোকমান হোসেন বাবলু, নুরুল হুদা, যুব পরিষদ উপজেলা আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল, যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার ও এহসান রিয়াজ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।