ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির ৮ নেতাসহ ১০ জনের ব্যাংক হিসাব জানতে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
বিএনপির ৮ নেতাসহ ১০ জনের ব্যাংক হিসাব জানতে চিঠি ওপরে বাঁ থেকে নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খান, নিচে বাঁ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস, হাবিব উন নবী খান সোহেল ও তাবিথ আউয়াল

ঢাকা: বিএনপির ৮ নেতাসহ ১০ জনের হিসাবের তথ্য জানতে সাত ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৪ এপ্রিল) দুদক উপ-পরিচালক শামসুল আলম স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়।

ঢাকা ব্যাংক, এইচএসবিসি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড এ সাতটি ব্যাংকে হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।

 

যাদের বিরুদ্ধে সন্দেহজনক অভিযোগ উঠেছে তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান।

এদিকে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের দুদকে তলবের ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অন্যদিকে চাপে রাখতেই সরকারের কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দুদক, এমন মন্তব্য বিএনপি নেতাদের।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।