বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি পুষ্টি চাল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের আয়োজনে ডিসেম্বরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। কেউ যদি অংশগ্রহণ না করে তাতে আমাদের (সরকার) কিছুই নেই। মামলার কারণে কেউ নির্বাচনে আসতে না পারলে তা দেখার দায়িত্ব জনগণের নয়। ’
তিনি আরো বলেন, যাদের সামর্থ্য নেই তাদের জন্যই ১০ টাকা কেজি দরে পুষ্টি চাল বিতরণের এ কর্মসূচি। আজ থেকে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে এ পুষ্টি চাল দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশের ৫০ লাখ পরিবারকে এ বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় আনা হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টা রেডার, নেদারল্যান্ডস দূতাবাসের উপ প্রধান জেরোয়েন স্টিগস, খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এফইএস/ওএইচ/