ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের সব ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভেলপিং) দেশের কাতারে নাম লেখানোর যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, দেশের সব ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। তাই দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এতে করে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। আর আমরা উন্নয়নশীল দেশের কাতারে এসেছি।

শুক্রবার (০৬ এপ্রিল) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ আজ জনগণের বন্ধু হয়েছে। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছিলে পুলিশ সেই জায়গায় গিয়েছে। ১০ বছর আগের পুলিশ আর বর্তমান সময়ের পুলিশ এক না। পুলিশকে নিয়ে আগে মানুষ বিরুপ মন্তব্য করতো। কিন্তু এখন পুলিশেকে মানুষ সাধুবাদ জানায়।

পুলিশ বাহিনীর উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে ৮০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। ১০১ টি পুরাতন থানার আধুনিকায়নে কাজ চলছে। এছাড়া ব্যারাক ও পুলিশ সদস্যদের থাকার জায়গা নির্মাণেরও কাজ চলছে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে নির্মূল করতে সক্ষম হচ্ছি। বর্তমানে মাদক দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। তৃণমূল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে আমরা মাদকেও জঙ্গিবাদের মতো মোকাবিলা করবো।

এরআগে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের ১০১ জন সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এসময় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমএসি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।