ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেনি। আমরা মনে করি যথা সময়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

রোববার (০৮ এপ্রিল) দুপুরে জাতীয় নারীজোট ভেড়ামারা উপজেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপি নেতা খালেদা জিয়া নারী উন্নয়নবিরোধী ও নির্যাতনকারীদের সঙ্গী।

আর শেখ হাসিনা নারী উন্নয়নের পক্ষে। তিনি নারীদের উন্নয়ন ও স্বার্থরক্ষা করেছেন।

তিনি আরো বলেন, বিএনপিকে প্রতিহত করতে হলে নারী সমাজকে জেগে উঠতে হবে। জাসদ নারীদের সম্মানের জন্য লড়াই করছে। নারীদের নিরাপত্তাসহ সব ধরনের সুযোগ-সুবিধা জাসদ নিশ্চিত করতে চায়।

ভেড়ামারা উপজেলা নারী জোটের সভাপতি নাসিমা আলীম সাজু’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।