খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সংবাদ সম্মেলনে এসে এ প্রশ্ন তোলেন বিশিষ্ট চিকিৎসক সমাজ।
সোমবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল হলরুমে বিশিষ্ট চিকিৎসক সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্য দেন বিএসএমএমইউ’র চিকিৎসক প্রফেসর ডা. সাইফুল ইসলাম।
লিখিত বক্তৃতায় তিনি বলেন, আমরা আশা করতে চাই সরকার বাক ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার অধিকারের বিষয়টি নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি যে সরকার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখাবে। দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে বিএনপিপন্থি ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. এম আজিজুল হক ও সাধারণ সম্পাদক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. প্রফেসর ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
এমএইচ/এএ