ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, এপ্রিল ১০, ২০১৮
সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু সিলেটে বিএনপির সমাবেশ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে চলছে সিলেট বিভাগীয় সমাবেশ। 

মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সিলেট শহরের রেজিস্ট্রার মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।  

বিএনপির সিলেট মহানগরের সভাপতি নাসিম হুসাইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট বিভাগীয় বিএনপির সভাপতি, নির্বাহী সদস্যরা বক্তব্য দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।