বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক কণ্ঠ’ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান কোটা ব্যবস্থায় চাকরি প্রত্যাশীদের সঙ্গে অন্যায় ও বৈষম্য করা হচ্ছে।
‘সরকার তার অকর্মের জন্য জনগণকে ভয় পায়’ দাবি করে ড. খন্দকার মোশাররফ বলেন, এজন্য জনগণের নেত্রী খালেদা জিয়াকেও ভয় পায় তারা। এজন্য আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয় না। কিন্তু এর জবাব জনগণই দেবে।
তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিতে চায়। কিন্তু এর আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। আর ভোট কেন্দ্রে যেতে মানুষ যাতে ভয় না পায়, সে জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, দৈনিক আমার দেশে’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও নাগরিক কণ্ঠের আহ্বায়ক রমিজ খান প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসএ/এমএ