ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পার্বত্য চট্টগ্রাম দেশের একটি সম্পদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
পার্বত্য চট্টগ্রাম দেশের একটি সম্পদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেছেন, পার্বত্য চট্টগ্রাম দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বাজেটে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ রাখে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন রূপকল্প’ শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সরকারের এ উপদেষ্টা বলেন, আপনারা কি ধরনের পার্বত্য চট্টগ্রাম চান এজন্য পাঁচ বছরের একটি মাস্টার প্লান তৈরি করেন।

তাহলে স্বপ্নের মতো করে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, আমাদের মাথা পিছু আয় বেড়েছে। খাদ্যের দাম তুলনামূলক কম। আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি। স্বপ্নের পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়।

গওহর রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। আমরা সে লক্ষ্যেই পৌঁছে গেছি। এ বছরের শেষে সরকার তার এ লক্ষ্যমাত্রা পূরণ করবে।

তিনি বলেন, একটা সময় আমাদের চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল। এখন আমরা ১৪ হাজার মেগাওয়াটে উন্নতি করেছি। আমাদের লক্ষ্য ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাটে জলে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব উদযাপন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক এ উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।