ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

রাঙামাটিতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫০, মে ৭, ২০১৮
রাঙামাটিতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল রাঙামাটির হরতালের চিত্র

রাঙামাটি: রাঙামাটিতে যৌথভাবে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে।

সোমবার (৭মে) সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। হরতালের সমর্থনে সংগঠনটির নেতাকর্মীদের জেলা শহরের রাঙামাটি পৌরসভা এলাকা, কলেজগেট, ভেদভেদী এবং মানিকছড়ি এলাকায় পিকেটিং করতে দেখা গেছে।

এসময় তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে।

এদিকে হরতালের কারণে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং শহরের ভেতরেও যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নৌযান চলাচলও বন্ধ রয়েছে।

এ বিষয়ে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জানান, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় অপহৃত তিন বাঙালি উদ্ধার, নানিয়ারচর ঘটনায় নিহত বাঙালি গাড়িচালক মো. সজিব হাওলাদার হত্যাকারীদের গ্রেফতার এবং জেএসএস, ইউপিডিএফসহ পাহাড়ের সব সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবিতে শান্তিপূর্ণভাবে ৪৮ ঘণ্টার এ হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রসঙ্গত: এসব দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ শনিবার (৫মে)  এক বিবৃতির মাধ্যমে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় সোম-মঙ্গলবার (৭-৮মে) টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মে ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।