ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুর সিটি নির্বাচন ঈদের আগে নয়

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
গাজীপুর সিটি নির্বাচন ঈদের আগে নয়

গাজীপুর: নানা কারণে ঈদের আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মণ্ডল। তাই বৃহস্পতিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী ২৮ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন। 

রিটার্নিং অফিসার বলেন, আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নিয়ে জটিলতার কারণে সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান উচ্চ আদালতে রিট করেন।

পরে উচ্চ আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। পরে ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে গাজীপুর সিটি নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ও নির্বাচন কমিশনার। একপর্যায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৮ জুনের মধ্যে নির্বাচন করতে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সিটি নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১২ হাজার পুলিশ এবং প্রায় সাড়ে আট হাজার ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন। তাই এখানে প্রস্তুতির ব্যাপারও রয়েছে। এছাড়া সামনে রমজান শুরু, এরপর রয়েছে ঈদ। রোজার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে মানুষের নানা সমস্যা হতে পারেন। তাই ঈদের আগে নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদের পরে এবং ২৮ জুনের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন মেয়র প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১০, ২০১৮
আরএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।