রিটার্নিং অফিসার বলেন, আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা নিয়ে জটিলতার কারণে সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান উচ্চ আদালতে রিট করেন।
তিনি আরও বলেন, সিটি নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১২ হাজার পুলিশ এবং প্রায় সাড়ে আট হাজার ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন। তাই এখানে প্রস্তুতির ব্যাপারও রয়েছে। এছাড়া সামনে রমজান শুরু, এরপর রয়েছে ঈদ। রোজার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে মানুষের নানা সমস্যা হতে পারেন। তাই ঈদের আগে নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদের পরে এবং ২৮ জুনের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন মেয়র প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১০, ২০১৮
আরএস/এনএইচটি