ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

মজিবনগরে জামায়াতের আমিরসহ আটক ১৩, ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, সেপ্টেম্বর ১৩, ২০১৮
মজিবনগরে জামায়াতের আমিরসহ আটক ১৩, ককটেল উদ্ধার আটক জামায়াতের নেতাকর্মীরা

মেহেরপুর: মেহেরপুরের মজিবনগর উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলীসহ ১৩ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। এসময় সাতটি ককটেল উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত মজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলী, বিদ্যাধরপুর গ্রামের আবুল হামেশের ছেলে জামায়াতের স্থানীয় নেতা আশরাফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে আজিজুল হক, শিবপুর গ্রামের মৃত কেয়াউদ্দীনের ছেলে ফজলুল হক, আজমত আলীর ছেলে মহিউদ্দীন, ফকির উদ্দীন সর্দ্দারের ছেলে হামাদ আলী সর্দ্দার, মৃত নিয়াজ উদ্দীনের ছেলে নবী গাজি, আশকর আলীর ছেলে জামায়াত নেতা ফিরাত আলী, কোমরপুর গ্রামের আফছার আলীর ছেলে জহুরল ইসলাম, গোপালপুর গ্রামের হোসেন আলীর ছেলে সুজন হোসেন, মৃত ইউছুব আলীর ছেলে মনোর উদ্দীন, যতারপুর গ্রামের কাশেম সরকারের ছেলে রবিউল ইসলাম ও রতনপুর গ্রামের আবু শেখের ছেলে বানার শেখ।

মজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালীন সময়ে অভিযান চালিয়ে জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

এসময় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।