শনিবার (১৫ সেপ্টেম্বর) গঙ্গাচড়া ডিগ্রি কলেজ সংলগ্ন গোল চত্বরে নির্বাচনী প্রচারণা কেন্দ্র ‘লাঙল কুঞ্জ’র আনুষ্ঠানিক উদ্ধোধনের সময় তিনি এ ঘোষণা দেন।
রাঙ্গাঁ বলেন, গঙ্গাচড়া-১ আসনের মার্কা হবে শুধু একটি, মহাজোট থেকে লাঙ্গল মার্কা হবে গঙ্গাচড়াবাসীর মার্কা।
নির্বাচন বানচালের চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি-জামায়াত একজোট হয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো।
এ সময় গঙ্গাচড়াবাসীকে একজোট হয়ে লাঙ্গল মার্কার হয়ে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী রাঙ্গাঁ।
সভায় গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রংপুর জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খতিবার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর ভেঙে পড়া সংযোগ সেতু পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএ/