ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

পাবনায় জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০২, সেপ্টেম্বর ১৬, ২০১৮
পাবনায় জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৭

পাবনা: নাশকতার পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী উষ্কানিমূলক প্রচারপত্র বিলির অভিযোগে পাবনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল হোসাইনসহ সাতজনকে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাবনা পৌর এলাকার পাথরতলা মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের পাথরতলা এলাকা থেকে নাশকতার পরিকল্পনা করার সময় সরকারবিরোধী লিফলেটসহ জামায়াত শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে ইকবাল হোসাইনও রয়েছেন।  

জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। আটকদের বিরুদ্ধে পাবনা সদর থানায় এর আগে নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।