রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিল করে গঠণতন্ত্র মোতাবেক কমিটি গঠন না করলে শীর্ষ নেতাদের কাছে অভিযোগ দাখিল, মানববন্ধন ও অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
লিখিত বক্তব্যে পদবঞ্চিত নেতাদের পক্ষে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, ২০১৬ সালের ১৩ অক্টোবর খুলনা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদী এ কমিটি পরিপূর্ণ রূপ পায় ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর। সংগঠনের গঠণতন্ত্র মোতাবেক এ কমিটির মেয়াদ আছে মাত্র ১৫-১৬ দিন।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ত্যাগি নেতা-কর্মীরা এ কমিটি গঠন প্রক্রিয়ায় হতবাক ও বিস্মিত হয়েছি। অছাত্র ও মাদক বিক্রেতাসহ একাধিক মামলার আসামিদের ওই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে অসাংগঠনিক পন্থায় তৃণমূলের মতামতকে উপেক্ষা করে সকলের অগচরে এ কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম বাবু, মারুফুর রহিম দিপু, সৈয়দ মো. তানভির আহমেদ, মো. জসিম খান, আসলাম হোসেন রনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমআরএম/ওএইচ/