রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের যতরপুর বাসায় বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় তিনটি মোটরসাইকেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশ আবুল কাহের শামীমের যতরপুর বাসায় বৈঠকে হানা দেয় পুলিশ। এসময় নেতাকর্মীরা পুলিশের ব্যবহৃত সিএনজি অটোরিকশা (সিলেট থ-১২-৭১৬৬) ভাঙচুর করলে তিন পুলিশ সদস্য আহত হন।
তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, হৈচৈ শুনে পুলিশ সদস্যরা সিএনজি অটোরিকশাযোগে সেখানে অবস্থান নেয়। এদিকে পুলিশ তাদের করতে আসছে ভেবে ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বাংলানিউজকে বলেন, জেলা বিএনপির সভাপতির বাসায় বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদলের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তবে তাদের নাম জানতে পারেননি তিনি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সাত জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এনইউ/এএ/এনএইচটি