ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

যশোরে ইউনিয়ন জামায়াতের আমির আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, সেপ্টেম্বর ১৭, ২০১৮
যশোরে ইউনিয়ন জামায়াতের আমির আটক

যশোর: যশোরের চৌগাছা উপজেলার জামালতা গ্রাম থেকে রবিউল ইসলাম সরদার (৬৫) নামে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের এক আমিরকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রবিউল উপজেলার সিংহঝুলি ইউনিয়ন জামায়াতের আমির।

রবিউলের স্ত্রী সেলিনা বেগম বাংলানিউজকে জানান, সম্প্রতি তার স্বামীর হার্টে রিং বসানো হয়েছে, খুবই অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নেই, কোনো মামলাও নেই। তবুও পুলিশ কোনো কথা না শুনে তাকে আটক করেছে।

চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, রবিউলকে আটক করা হয়েছে, তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানেন না।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।