বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৭ সেপ্টেম্বর) এসব মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিন দেন।
খন্দকার মাহবুব ছাড়া অন্যরা হচ্ছেন, আব্দুর রেজাক খান, ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, সানা উল্লা মিয়া ও তৈমুর আলম খন্দকার।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
একটি মামলার এজাহারে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্য কাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০১৮
ইএস/আরআইএস/