ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খন্দকার মাহবুবসহ ৬ জনের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
খন্দকার মাহবুবসহ ৬ জনের আগাম জামিন

ঢাকা: পল্টন, মতিঝিল, রুপগঞ্জ, ফতুল্লা থানায় পুলিশের কাজে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ১১মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ  ছয়জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৭ সেপ্টেম্বর)  এসব মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিন দেন।  

খন্দকার মাহবুব ছাড়া অন্যরা হচ্ছেন, আব্দুর রেজাক খান, ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী, সানা উল্লা মিয়া ও তৈমুর আলম খন্দকার।

 
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

একটি মামলার এজাহারে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্য কাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০১৮
ইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।