ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইভিএমের পক্ষে নই: এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
ইভিএমের পক্ষে নই: এরশাদ রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । ছবি: বাংলানিউজ

রংপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি আগেও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পক্ষে ছিলাম না, এখনো নাই। ইভিএমে কারচুপি হবে কিনা নিশ্চিত না। 

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে এলে জাপা আওয়ামী লীগ জোটের সঙ্গে থাকবে।

দিন পরিবর্তন হয়েছে। মহাজোটের সঙ্গে থাকলে জাপার জয় হবে।
  
নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচন করি নাই, এবার রংপুরের ২২টি আসন ফেরত চাইবো। এই নির্বাচনে ৭০টি আসন চেয়েছি।

নির্বাচনকালীন সরকারে থাকতে কোনো বাঁধা নেই জানিয়ে এরশাদ বলেন, নির্বাচনকালীন সরকারে থাকতে পারি।  

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।