বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিছিলটি কারওয়ানবাজার এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাম গণতান্ত্রিক জোটের একটি মিছিল শাহবাগ থেকে আগারগাঁও নির্বাচন কমিশনের দিকে যাচ্ছিল।
তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) সালমান হাসান বাংলানিউজকে জানান, মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের যেতে নিষেধ করে। এ সময় তারা যাওয়ার চেষ্টা করলে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
মিছিলে অংশগ্রহণরতরা বাধাগ্রস্ত হয়ে ফেরত যাচ্ছেন বলেও জানান তিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বাংলানিউজকে বলেন, পূর্বঘোষিত নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে কারওয়ানাবাজার এলাকায় গেলে পুলিশ আমাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ কেন্দ্রীয় নেতাদের ওপর লাঠিচার্জ করে। এ ঘটনায় আমাদের অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
পিএম/ওএইচ/