ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্রামেই শহরের সব সুযোগ সুবিধা দিচ্ছেন শেখ হাসিনা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
গ্রামেই শহরের সব সুযোগ সুবিধা দিচ্ছেন শেখ হাসিনা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। ছবি-বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, গ্রামেই শহরের সব সুযোগ সুবিধা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই গ্রামের মানুষ এখন আর শহরে বাস করতে আসবে না। 

কাজের সন্ধানে কাউকে গ্রাম ছেড়ে শহরে আসতে হবে না। বাঙালি জাতির আশা ভরসার প্রতীক শেখ হাসিনা, যোগ করেন মন্ত্রী।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে আসনা ফুটবল মাঠে সাঁড়া চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সাঁড়ায় পদ্মা নদীর ভাঙ্গন রোধ করেছেন। পদ্মানদীর ভাঙ্গন রোধে ২৫৬ কোটি টাকার অনুদান দিয়েছেন। শক্ত বাঁধ নির্মাণের ফলে এখানকার এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না। সাঁড়ায় আর কোনো কাঁচা রাস্তা নেই। সব রাস্তাঘাট পাকা করা হয়েছে।  

সাঁড়া মাঠের উন্নয়নের জন্য পাঁচ লাখ টাকার অনুদান ঘোষণা করে জনগণের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারও জয়যুক্ত করুন। উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে মজবুত করুন। প্রধানমন্ত্রী এদেশের মানুষকে মায়ের মমতা দিয়ে ভালোবাসেন। মানুষের জীবন জীবিকা ও মানের অনেক পরিবর্তন ঘটেছে। এর সব কৃতিত্ব শেখ হাসিনার।  

সাঁড়া ইউনিয়নের সাত ও নয় নম্বর ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নয় নম্বর ওয়ার্ড বিজয়ী হয়। পরে মন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) যোবায়ের হোসেন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল,সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার, সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।