ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাখির জন্য এমপি মিজানের দরদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
পাখির জন্য এমপি মিজানের দরদ পাখির জন্যে গাছে হাঁড়ি বাঁধছেন এমপি মিজান। ছবি: বাংলানিউজ

খুলনা: পাখির জন্য গাছে গাছে মাটির ঠিলে বসিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনার জাতিসংঘ শিশু পার্কের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পাখির জন্য নিরাপদ কৃত্রিম আবাসস্থল স্থাপনের জন্য ও বন্যপ্রাণীর অভয়ারণ্যের লক্ষ্যে বিভিন্ন গাছে ঠিলে স্থাপন করেন তিনি।

খুলনা অ্যাভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি ও জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটি জাতিসংঘ শিশু পার্কে বন্যপ্রাণীর অভয়ারণ্য, প্রজনন ও বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করে।


জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা এমপি মিজান নিজে গাছে উঠে হাঁড়ি ঠিলে বেঁধে পাখিদের জন্য আবাসস্থল তৈরি করেন এবং পার্কের বিভিন্ন স্থানে বিরল প্রজাতির কিছু গাছ রোপণ করেন।

তিনি বলেন, জাতিসংঘ পার্কে শিশুদের উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এখানে নির্বিঘ্নে শিশু ও তার পরিবারের সদস্যরা উপভোগ করতে পারবেন। এতে প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে পাখিদের অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। এই কাজে আমি সবার সহযোগিতা চাই।

এ সময় উপস্থিত ছিলেন- জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা অ্যাভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটির সভাপতি সাব্বির আহমেদমুন্নাসহ সোসাইটি ও পার্ক উন্নয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

হাসান আহমেদ মোল্লা বাংলানিউজকে বলেন, পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরির উদ্দেশ্যে পার্কের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির ঠিলে। পাখিরা এতে বাসা বাঁধবে। ঝড়, বৃষ্টি ও রোদ থেকে পাখিরা রক্ষা পাবে। ঠিলেতে বাসা বেঁধে পাখিরা বংশ বিস্তার করতে পারবে।

বাংলাদেশ সময়:  ১৮৫৭ ঘণ্টা,  সেপ্টেম্বর ২৯ , ২০১৮
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।