রোববার (৭ অক্টোবর) বেলা ১২টায় মাগুরা জেলা পরিষদের নতুন অডিটোরিয়াম ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছেন।
এ সময় উপস্থিত ছিলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবোল চন্দ্র সাহা, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।
মন্ত্রী পরে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং দরিদ্র মেধাবী শিক্ষর্থীদের বৃত্তি দেন।
এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে জনগণের প্রতি আগামী নির্বাচনে অবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআই