ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি। ছবি-বাংলানিউজ

মাগুরা: মাগুরায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, দেশে ৫৪টি রাজনৈতিক দল রয়েছে। বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নেই। 

রোববার (৭ অক্টোবর) বেলা ১২টায় মাগুরা জেলা পরিষদের নতুন অডিটোরিয়াম ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন মন্ত্রী।  

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছেন।

কিন্তু এখানে সরকারের কোনো এখতিয়ার নেই। জেল দিয়েছেন আদালত। তাকে মুক্তির জন্য আদালতে অপিল করতে হবে। নয়তো রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে। আওয়ামী লীগের কোনো দায় পড়েনি, বিএনপির সব অযৌক্তিক দাবি দাওয়া মেনে নিয়ে হাতে-পায়ে ধরে তাদের নির্বাচনে আনতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবোল চন্দ্র সাহা, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।

মন্ত্রী পরে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং দরিদ্র মেধাবী শিক্ষর্থীদের বৃত্তি দেন।  

এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে জনগণের প্রতি আগামী নির্বাচনে অবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।