ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-ঐক্য প্রক্রিয়া-যুক্তফ্রন্টের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বিএনপি-ঐক্য প্রক্রিয়া-যুক্তফ্রন্টের বৈঠক ফাইল ছবি

ঢাকা: প্রথমবারের মতো জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বিএনপি।

রোববার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বৈঠকটি শুর হয় বলে সূত্র জানিয়েছে। বৈঠকে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৬ জন ও বিএনপির ৩ নেতা অংশ নিয়েছেন।

সূত্র জানায়, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, যুক্তফ্রন্টের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব.) আব্দুল মান্নান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন বৈঠকে প্রতিনিধিত্ব করছেন।

এ বৈঠক থেকে চলমান জাতীয় ঐক্যের ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কোন কিছুই জানানো হয়নি।  

সংশ্লিষ্ট সূত্র মতে, এদিনের বৈঠকের বিষয়বস্তু, লক্ষ্য ও কাজ সম্পর্কে কোন কিছুই জানানো হবে না।  এ ব্যাপারে বিএনপির শীর্ষ এক নেতার সাথে যোগাযোগ করা হলে মুখ খুলতে রাজি হননি তিনি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।