রোববার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বৈঠকটি শুর হয় বলে সূত্র জানিয়েছে। বৈঠকে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৬ জন ও বিএনপির ৩ নেতা অংশ নিয়েছেন।
সূত্র জানায়, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, যুক্তফ্রন্টের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব.) আব্দুল মান্নান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন বৈঠকে প্রতিনিধিত্ব করছেন।
এ বৈঠক থেকে চলমান জাতীয় ঐক্যের ব্যাপারে নতুন কোন সিদ্ধান্ত আসতে পারে। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কোন কিছুই জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র মতে, এদিনের বৈঠকের বিষয়বস্তু, লক্ষ্য ও কাজ সম্পর্কে কোন কিছুই জানানো হবে না। এ ব্যাপারে বিএনপির শীর্ষ এক নেতার সাথে যোগাযোগ করা হলে মুখ খুলতে রাজি হননি তিনি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
টিএম/এমজেএফ