ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার মুক্তির দু’টি পথ খোলা আছে: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, অক্টোবর ৮, ২০১৮
খালেদার মুক্তির দু’টি পথ খোলা আছে: হানিফ বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফ ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দু’টি পথ খোলা আছে। একটি হলো আইনি প্রক্রিয়া আর দ্বিতীয়টি রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া। সেক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমা বিবেচনা করলে মুক্তি পেতে পারেন। এর বাইরে তার মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। c

সোমবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বিশুদ্ধ খাবার পানি প্রকল্প উদ্বোধন শেষে “নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে” জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, ‘ড. কামাল হোসেন ভালো করেই জানেন খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।

দণ্ডপ্রাপ্ত কোনো কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে আনতে হবে। বিষয়টি তার না জানা থাকলে এটা জাতির জন্য দুঃখজনক। আর যদি তিনি সেটা জানার পরও আইনের বিরুদ্ধে বক্তব্য দেন সেটা জাতির জন্য আরো দুর্ভাগ্যজনক।

হানিফ বলেন, এ ধরনের দাবি নিয়ে যারা আন্দোলনে যেতে চায় তাদের মূল লক্ষ্য নির্বাচন নয়, তাদের মূল্য লক্ষ্য অযৌক্তিক দাবি তুলে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।