ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

নারায়ণগঞ্জে নাশকতা মামলায় আসামি বিএনপির ৬১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, নভেম্বর ৮, ২০১৮
নারায়ণগঞ্জে নাশকতা মামলায় আসামি বিএনপির ৬১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় বিএনপির ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে টিএইচ তোফা ও ইকবাল হোসেন ভেণ্ডার নামে দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার (৮ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৭ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দিলিপ কুমার বিশ্বাস।

 

মামলায় আসামিরা হলেন-সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, ইকবাল হোসেন, এমএ হালিম জুয়েল, আব্দুল হাই রাজু, মনিরুজ্জামান রবি, জিএম সাদরিল, সালাহউদ্দিন, রাসেল অংকুর, রাইসুল আলম ইমন, রাজীব আহমেদ, আব্দুল জব্বার, রিফাত, মাইনুদ্দিন, সাগর, মমতাজউদ্দিন মন্তু, ইমাম হোসেন বাদল, পল্টু, মনিনুর রহমান বাবু, রাজু, নূর উদ্দিন, গাজী মনির হোসেন, রাসেল, জুয়েল, আকরাম, মুজাহিদুল ইসলাম দিদার, রাশেদুল হক, আইয়ুব আলী মুন্সী, আফজাল হোসেন, আকবর হোসেনসহ অজ্ঞাত ৩০ জন।  

মামলায় অভিযোগে বলা হয়, নেতাকর্মীরা ঢাকায় সমাবেশ শেষে ফেরার পথে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে শিমরাইল থেকে আদমজী সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বিভিন্ন নাশকতামূলক কাজ করার জন্য অর্থের যোগান দেয় জি এম সাদরিল, আকরাম, ইকবাল হোসেন।   

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ বাংলানিউজকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ