ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় চরমোনাই পীরের জনসভা শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, নভেম্বর ৮, ২০১৮
খুলনায় চরমোনাই পীরের জনসভা শুক্রবার চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ফাইল ফটো)

খুলনা: খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের জনসভা শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত এ জনসভা ওই দিন বিকেল ৩টায় মহানগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। জনসভায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হক।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চরমোনাই পীর শুক্রবার সকাল ১০ টায় গোয়ালখালী জামিয়া রশীদিয়া মাদ্রাসায় হাজী সম্মেলনে যোগদান করবেন। রাতে ৩ টায় জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং রাতে বয়রা ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে যোগদান এবং ১০ নভেম্বর শনিবার সকাল ১০ টায় মহানগরীর ফুলবাড়ী গেট জামিয়া কারীমিয়া মাদ্রাসার ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর চরমোনাই পীর বাগেরহাটের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ