বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে ২০ দলীয় জোট ও পরে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠকের পর তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার কোনো প্রতিফলন না ঘটিয়েই নির্বাচন কমিশন একতরফাভাবে আবারো একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে।
‘এই তফসিল ঘোষণার ব্যাপারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, জনগণের আশার পরিপন্থি কোনো নির্বাচন অনুষ্ঠান এদেশের জনগণ গ্রহণ করবে না’
ফখরুল বলেন, আপনারা জানেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম। ইসিতে পরিস্কার করে বলা হয়েছিল তফসিল পিছিয়ে দেওয়ার জন্য। সেটা পিছিয়ে দেওয়া হয়নি।
‘জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটিয়ে একতরফাভাবে এটা করা হয়েছে। ’
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। তারা একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করে সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমএইচ/এএ