ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তফসিলে সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
তফসিলে সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে: ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ফাইল ফটো

ঢাকা: তফসিলে সরকারের ইচ্ছার প্রতিফলন হয়েছে এবং একতরফা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে ২০ দলীয় জোট ও পরে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠকের পর তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার কোনো প্রতিফলন না ঘটিয়েই নির্বাচন কমিশন একতরফাভাবে আবারো একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে।

এতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটছে

‘এই তফসিল ঘোষণার ব্যাপারে আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, জনগণের আশার পরিপন্থি কোনো নির্বাচন অনুষ্ঠান এদেশের জনগণ গ্রহণ করবে না’

ফখরুল বলেন, আপনারা জানেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম। ইসিতে পরিস্কার করে বলা হয়েছিল তফসিল পিছিয়ে দেওয়ার জন্য। সেটা পিছিয়ে দেওয়া হয়নি।

‘জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটিয়ে একতরফাভাবে এটা করা হয়েছে। ’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। তারা একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করে সংবাদ সম্মেলনে দলের অবস্থান ব্যাখ্যা করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।