শনিবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে টাঙ্গাইল-৩ অাসনের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।
বিষয়টি জানিয়ে ডা. কামরুল বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় তুলে অানতে পেশাজীবী হিসেবে অামি মনোনয়ন নিয়েছি।
বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য বলেন, দল থেকে অামাকে মনোনয়ন দিলে বিজয় নিশ্চিত। অামি পেশাজীবী হিসেবে দলের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ছিলাম। অামার যখন সুযোগ হয়েছে দলের জন্য কাজ করেছি। অামি মনে করি দল থেকে অামাকেই মনোনয়ন দেওয়া হবে এবং অামি বিজয়ী হবো।
টাঙ্গাইল-৩ অাসনে বর্তমান সংসদ সদস্য অামানুর রহমান খান। বর্তমান এই এমপি বিভিন্ন মামলার আসামি। তাই দল থেকে ডা. কামরুলেরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা দেখছেন তার অনুসারীরা।
এদিকে, অাওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন কিনেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সরোয়ার খাঁন মামুনও। তিনি মুন্সিগঞ্জ-১ অাসনে নৌকার প্রার্থী হিসেবে লড়তে এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসএম/এইচএ/