তিনি ক্রনিক রোগে ভুগলেও তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্র নাথ সরকার।
এর আগে শনিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়।
ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইকোর্টের দেওয়া নির্দেশে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এতে রক্ত, ইসিজিসহ এক্সরে, ইউরিন পরীক্ষা করা হয়। পরে সেখান থেকে আবারো তাকে কারাগারে নেওয়া হয়।
স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্র নাথ সরকার বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি ক্রনিক রোগে ভুগছেন।
এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, রোববারের মধ্যে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়। শনিবার রমেক হাসপাতালে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে নিশ্চিত করেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে তাকে আবারো নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসএইচ