ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকা প্রতীকে নির্বাচন করবে জাসদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
নৌকা প্রতীকে নির্বাচন করবে জাসদ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। রোববার (১১ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে পাঠিয়েছে দলটি।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু স্বাক্ষরিত চিঠিতে সিইসির উদ্দেশে বলা হয়েছে, 'আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। '

'এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ এর ১ এর (এ) ধারা অনুযায়ী ১৪ দলীয় জোটের শরীক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনী প্রতীক 'নৌকা' সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।

'

চিঠির অনুলিপি ইসি সচিব ও ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম-সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে তরিকত ফেডারেশনও নৌকা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। ইসি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন দলটির মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

আরপিও অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী তিনদিন অর্থাৎ রোববারের (১১ নভেম্বর) জোটগত নির্বাচনের তথ্য ইসিতে দিতে হয়।

অন্যদিকে বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক স্বাক্ষরিত চিঠিতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে 'পরিষ্কার' ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জোটবদ্ধ নির্বাচন করলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে ভবিষ্যতে প্রভাব পড়বে কি না। একইসঙ্গে এটাও জানতে চাওয়া হয়েছে নিজস্ব প্রতীকে নির্বাচন করলে ভবিষ্যতে জোটবদ্ধ হয়ে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে কি না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, তা বাছাই হবে ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আর ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইইউডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।