ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

দু’পক্ষের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, নভেম্বর ১১, ২০১৮
দু’পক্ষের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের সংঘর্ষের সময় পিকআপ ভ্যানের চাপায় দুইজনের মৃত্যুর ঘটনায় আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ নভেম্বর) রাতে তুহিনকে আটক করার পর ওই ঘটনায় নিহত আরিফ হোসেনের বাবা ওমর ফারুকের দায়ের করা একটি মামলায় (নং-৪৯) তাকে গ্রেফতার দেখানো হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, প্রাথমকিভাবে হামলার ঘটনায় তুহিনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। আরও কারা জড়িত রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় মনোনয়নপত্র কিনতে যাওয়ার সময় শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকরা। এ সময় কয়েকজন অস্ত্রধারী যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় পিকআপ চাপায় আরিফ হোসেন ও মো. সুজন নামে দুইজন নিহত হন।

পরে এ ঘটনায় নিহত আরিফের বাবা উমর ফারুক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।