দলের একাধিক নেতা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জোটের মধ্যে থেকেও নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকেও জানিয়েছে দলটি।
জাপা’র মহাসচিব রুহুল আমীন হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে লাঙল প্রতীকে নির্বাচন করার বিষয়টি রোববার জানানো হয়েছে।
দলটির দফতর সম্পাদক জানান, চিঠিতে বলা হয়েছে, আমরা লাঙল প্রতীকে নির্বাচন করবো।
লাঙল প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনকে দেওয়ার চিঠির বিষয়ে জাপা মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, আমাদের প্রতীক একটাই। অন্যান্যবারও আমরা লাঙল প্রতীকে ভোট করেছি। এবারও করবো।
দলটির সূত্রগুলো জানিয়েছে, জোটে বড় দল আওয়ামী লীগ যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে জাপা প্রার্থী দেবে না। আর জাপা যেখানে প্রার্থী দেবে সেখানে আওয়ামী লীগ প্রার্থী দেবে না।
জোটের দলগুলো কার প্রতীকে নির্বাচন করবে তা নির্বাচন কমিশনকে জানানোর শেষ দিন ছিল রোববার। আওয়ামী লীগ জোটগত নির্বাচনে কাকে নৌকা প্রতীক দেবে তার তালিকা ইসিতে জমা দিয়েছে। তবে তা দলীয় ‘কৌশলের’ কারণে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য সচিব মহিবুল হাসান চৌধুরী নওফেল।
লাঙল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বাংলানিউজকে বলেন, আমরা জোটে থেকেই ভোট করবো। তবে আমাদের নিজস্ব প্রতীক ‘লাঙল’ নিয়ে। নির্বাচন কমিশনকে আমরা তা চিঠি দিয়ে জানিয়েছি।
বিএনপি ৮টি দলকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে। জাসদ চেয়েছে নৌকা প্রতীক। যুক্তফ্রন্ট সাতদিন আর ঐক্যফ্রন্ট একমাস নির্বাচনের সময় পেছাতে বলেছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২২ নভেম্বর যাচাই আর ২৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর, ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইইউডি/জেডএস