রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মনোনয়ন চান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (ইউজিসি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সাবেক আহ্বায়ক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলী।
এ আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
এবার পেশাজীবীদের মধ্যে থেকে মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, ডা. প্রাণ গোপাল দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এবার পেশাজীবীদের মধ্যে যাদের জনপ্রিয়তা রয়েছে তাদের মনোনয়ন পাওয়ার জোড় সম্ভাবনা রয়েছে।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের হাতে মনোনয়নপত্র জমা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. এম, শাহ নওয়াজ আলী বলেন, পেশাগত কারণে জীবনের বেশির ভাগ সময় কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় জীবনে অনেক মূল্যায়ন পেয়েছি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রংপুর-২ আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান শাহ নওয়াজ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসএম/আরআইএস/