প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে শোডাউন দিয়ে দলীয় মনোনয়ন কিনছেন। ফলে দীর্ঘদিন পরে হলেও চাঙা এখন বিএনপির রাজনীতি।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার (১২ নভেম্বর) থেকে মনোনয়ন বিতরণ শুরু করেছে দলটি। প্রথমদিন প্রায় ১ হাজার ৩ শ’ মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দ্বিতীয়দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি চলছে। সকাল থেকেই সারাদেশের প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন কিনতে এসেছেন।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির নেতা জুলফিকার আলী ভুট্টো বাংলানিউজকে বলেন, দীর্ঘ সময় পরে হলেও বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা বিপুল উৎসাহ নিয়ে সুনামগঞ্জ-১ আসনের নেতা অধ্যাপক ডা. রফিক চৌধুরীর মনোনয়ন কেনার জন্য এসেছি। তৃণমূল নেতাকর্মীরা চায়, নির্বাচনের আগেই যাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয় এই অগণতান্ত্রিক সরকার।
ময়মনসিংহের ত্রিশালের বিএনপি কর্মী আবুল খায়ের বলেন, জাতীয়তাবাদী শক্তি আজ ঐক্যবদ্ধ। বিপুল উৎসাহ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগ ১০ আসন পায় কি না, সন্দেহ আছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
টিএম/আরআর