ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আসন পুনরুদ্ধার করতে চান বিএনপির নাজমুল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
আসন পুনরুদ্ধার করতে চান বিএনপির নাজমুল  মনোনয়নপত্র সংগ্রহ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন। ছবি: বাংলানিউজ

ঢাকা: জামায়াতের ঘাঁটিখ্যাত চট্টগ্রাম-১৫ (লোহাগড়া-সাতকানিয়া) আসনে দলীয় মনোনয়নপত্র কিনেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জামায়াতের শক্ত ঘাঁটিখ্যাত এ আসনে মনোনয়ন কিনে আলোচনায় এসেছেন বিএনপির এ প্রার্থী।

 

মনোনয়ন কেনার পর প্রতিক্রিয়া জানিয়ে নাজমুল বলেন, সাতকানিয়া-লোহাগড়া মূলত বিএনপির আসন। অতীতে দু’বার এ আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপি এ আসনে সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী। আশা করি, বিগত ১০ বছরে যে ত্যাগ-তিতিক্ষা করেছি, দল সেটার মূল্যায়ন করবে। মনোনয়ন দিলে জয় শতভাগ নিশ্চিত।  

এর আগে, সোমবার (১২ নভেম্বর) সকাল ১১টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি ফরম কেনার মধ্যে দিয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু হয় বিএনপির। প্রথম দিন দলটির মোট ১ হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়। মঙ্গলবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দিনের কার্যক্রম। আর নির্বাচন পেছানোর কারণে তাদের এ মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে শুক্রবার (১৬ নভেম্বর) পর্যন্ত।

প্রথম দিন উল্লেখযোগ্য যারা ফরম কিনেছেন
চিত্রনায়ক হেলাল খান সিলেট-৬, কণ্ঠশিল্পী বেবী নাজনিন নীলফামারী-৪, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল খুলনা-৪, কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ-৩, কণ্ঠশিল্পী কনক চাঁপা সিরাজগঞ্জ-১, সহ-প্রচার সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ঝিনাইদহ-৩, বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি ফেনী-৩, ঢাকা-৭ আসনে মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক এমপি মহিলা দল নেত্রী রাজিয়া আলীম, ঢাকা-৮ আসনে নিয়েছেন দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা কিনেছেন মৌলভীবাজার-২ আসনের মনোনয়ন, রফিক সিকদার নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬, কারাগারে থাকা বিএনপি নেতা সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর জন্য টাঙ্গাইল-৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্ত্রী ফাতেমা আজাদ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।