ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নেতাকর্মীদের কারাগারে রেখে নির্বাচন সম্ভব নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
‘নেতাকর্মীদের কারাগারে রেখে নির্বাচন সম্ভব নয়’ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় গায়েবি মামলায় ১৫৯ নেতাকর্মী কারাগারে রয়েছে। মামলার আসামি হয়েছে তিন হাজার নেতাকর্মী। তাদের কারাগারে রেখে নির্বাচন করা সম্ভব নয়।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে খুলনার কেডিঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার সব নেতাকর্মীদের নির্বাচনের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়ে মঞ্জু বলেন, খুলনায় নৌকার মিছিল হচ্ছে, মোটর শোভাযাত্রা হচ্ছে।

কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতির পরিবর্তন না হলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না।

শঙ্কা প্রকাশ করে নগর বিএনপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের কেউ নির্বাচনে অংশ নিলে আশঙ্কা আর উদ্বেগকে বাইরে রাখা সম্ভব হয় না। খুলনা-২ আসন নয়, দেশের অনেক আসনেই এমন আশঙ্কার সৃষ্টি হবে। এ জন্য তিনি একজন নির্বাচন কমিশনারকে খুলনা বিভাগে ডেপুট করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

মঞ্জু বলেন, খুলনা সিটি নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। সেই সময়ে প্রশাসনের যারা খুলনায় ছিলো তাদের দিয়েই জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। আর তা যদি হয় তাহলে তারা আবারও ভোট ডাকাতি করে বিএনপির জয় ছিনিয়ে নেবে। এবার তা হতে দেওয়া হবে না। ভোট ডাকাতদের কঠোরভাবে প্রতিহত করা হবে। যে সব পুলিশ সদস্য ভোট ডাকাতিতে সহযোগিতা করেছিলো তাদের তালিকা পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হবে, যেনো তারা এবার নির্বাচনের সময় আসতে না পারে।

সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির প্রথম যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমসহ বিএনপি নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।