ইসির সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে আমরা বলেছি- খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না।
‘আমরা আমাদের দাবিগুলে তুলে ধরেছি। তারা বলেছে- দেখবেন, আলোচনা করে জানাবেন। তারা তো সব সময়ই এ কথা বলেন। কতটুকু দেখবেন এখন সেটাই দেখার বিষয়। ’
পড়ুন>>নির্বাচনে থাকবো কিনা নির্ভর করছে ইসির আচরণের ওপর
প্রধামন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ দলীয় কার্যক্রম চালানোর অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমরা এ বিষয়টিও ইসির কাছে তুলে ধরেছি। তারা বলেছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
‘আমরা নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবিও করেছিলাম। তারা বলেছেন, কমিশন বৈঠকে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন,’ যোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের পক্ষ থেকে দলীয় পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের তালিকা করা হয়েছে। পত্র-পত্রিকার এমন খবরের বিষয়টি আমরা ইসিকে জানিয়েছি। তারা বলেছে-এমনটি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঐক্যফ্রন্ট নেতা আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মুন্টু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুরসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ইইউডি/এমএ