ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাজিপুরে ইসলামী আন্দোলন প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
কাজিপুরে ইসলামী আন্দোলন প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ (কাজিপুর) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আল-আমিন সিরাজীকে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেন মুফতি আল-আমিন সিরাজী। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়ে হাতপাখা প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে গণসংযোগ করছিলেন তিনি। এ কারণে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে তাকে হত্যা ও তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। এতে তিনি তার এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, এ ব্যাপারে প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।