বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার পর লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এ বিস্ফোরণ ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এর পাশেই কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলছিল।
প্রত্যক্ষদর্শী কয়েকজন দাবি করেন, মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজে ফাহাদ বিন কামাল মাহিকে সভাপতি ও ফারুক হোসেন বাবুকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। তাদের বরণ করতে সকাল থেকে কলেজে জড়ো হন নেতাকর্মীরা। সেখান থেকে থেমে থেমে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয় জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি জানি না। এসব বন্ধ করার জন্য বলে দিচ্ছি।
লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শামীমা জানান, লক্ষ্মীপুর কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনা পুলিশের জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসআর/ওএইচ