ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুর-৩ আসনে এরশাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
রংপুর-৩ আসনে এরশাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ .

রংপুর:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে রংপুর- ৩ (সদর) আসনে  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

রোববার (১৮ নভেম্বর)  বিকেলে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এস এম ইয়াসির রংপুরের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এনামুল হাবীবের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলার প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন ও ছাত্রনেতা শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।