ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালিগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
কালিগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম 

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি মাসুম বিল্যাহ সুজনকে (৪০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। 

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইউনিয়নের কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মাসুম বিল্যাহ সুজনের বাবা নজির আহমেদ বাংলানিউজকে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কদমতলা বাজার থেকে বাড়ি ফিরছিল সুজন।

পথে স্থানীয় স্কুলের কাছে পৌঁছানোর পরপরই শত্রুতার জের ধরে সুবর্ণগাছী গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের অপর অংশের সভাপতি সেলিম আহম্মেদ, দুলাবালা গ্রামের মৃত আহছান হুদার ছেলে শহিদুল হুদা, তেরুলিয়া গ্রামে মৃত শামছুর গাজীর ছেলে সাজ্জাদ গাজী, চুনাখালী গ্রামের মৃত মহিউদ্দীন গাজীর ছেলে আল আমিন, কাটুনিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা আরো ৬-৭ জন তার ছেলের ওপর সশস্ত্র হামলা চালায়।  

এসময় এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।  
গুরুতর জখম অবস্থায় মাসুম বিল্যাহ সুজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।  

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, হামলার খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

প্রসঙ্গত, এর আগে চাঁদা দাবি করায় সেলিম আহম্মেদ, সাজ্জাদ গাজী ও শহিদুল হুদার বিরুদ্ধে ইউপি সদস্য মাসুম বিল্যাহ সুজন বাদী হয়ে গত ১১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমানে তারা জামিনে রয়েছেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।